মনসা পুজোর অনুষ্ঠানে বিবাদকে কেন্দ্র করে দুই ব্যক্তির হামলায় নিহত একজন। গুরুতর জখম অন্তত আরও ৬ জন। আহতদের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। এরমধ্যে রয়েছেন এক বয়স্কা মহিলাও। যদিও আক্রমণ সংঘটিত করার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যায় দুই অভিযুক্ত। আমতলি থানাধীন সেকেরকোট রেল স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গভীর রাতের এই হামলা জানার পরই ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী।
মনসা পুজোর অনুষ্ঠানে বিবাদকে কেন্দ্র করে দুই ব্যক্তির হামলায় নিহত একজন camera iphone 8 plus apk
Không có nhận xét nào:
Đăng nhận xét